উত্তর নাকশী উচ্চ বিদ্যালয়

নাকশী,নালিতাবড়ী,শেরপুর

স্থাপিতঃ 1996 খ্রিঃ

EIIN: 113797 | School Code: 9378 | College Code: N/A

History of school

ঐতিয্যবাহী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাধীন উত্তর নাকশী উচ্চ বিদ্যালয়টি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গ্রামীণ জনপদে অবস্থিত প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি বর্তমানে গরিব অবহেলিত এই জন পদে শিক্ষার আলো বিস্তার করে চলেছে এবং উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগূলোর সাথে তাল মিলিয়ে বরাবরই সাফল্য অর্জন করেছে।

Principle's Speech

সম্মানিত অভিভাবক ও শিক্ষক মন্ডলী আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচছা ও অভিনন্দন এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য শুভকামনা। ঐতিয্যবাহী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাধীন উত্তর নাকশী উচ্চ বিদ্যালয়টি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গ্রামীণ জনপদে অবস্থিত প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি বর্তমানে গরিব অবহেলিত এই জন পদে শিক্ষার আলো বিস্তার করে চলেছে এবং উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগূলোর সাথে তাল মিলিয়ে বরাবরই সাফল্য অর্জন করেছে। এছাড়াও প্রাতিষ্ঠানিক সাফল্যের দিক থেকে প্রতিষ্ঠানটি একবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং আমি উক্ত বিদ্যালয়ের প্রধান হিসেবে দুইবার উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের স্বীকৃতি অর্জন করেছি।

President's speech

একমাত্র শিক্ষাই পারে ব্যক্তির মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে। ব্যক্তির মধ্যে রচনা করতে পারে সঠিক মূল্যবোধ ও প্রকৃত শিক্ষার ভিত তৈরি করতে। ছোট চারাগাছ যেমন পর্যাপ্ত যত্নে গাছে পরিগনিত হয় ঠিক তেমনি কোমলমতি শিক্ষার্থীরা পারিবারিক শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে। প্রকৃত শিক্ষায় ব্যক্তির মধ্যে মূল্যবোধের পরিচয় প্রকাশ করে। তা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

13

Teachers

1497

Students

3

Staffs

Admission going on